বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশীপ-২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জুডো, কারাতে ও উশুতে চ্যাম্পিয়নের গৌরব ছিনিয়ে নেয় ডিএমপি। এছাড়া তায়কোয়ানডোতে রানার্স আপ হয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করে ডিএমপির ক্রীড়াবিদরা। শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চূড়ান্ত প্রতিযোগিতায় চমৎকার ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে পুরুষ ও নারী বিভাগে জুডোতে চ্যাম্পিয়ন ডিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ রানার্স আপ, তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিএমপি ও ডিএমপি রানার্স আপ, কারাতে'তে চ্যাম্পিয়ন ডিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ রানার্স আপ এবং উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি ও সিএমপি রানার্স আপ হবার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের হাতে পুরস্কার তুলে...