১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতিত ও পলাতক স্বৈরাচার নিত্যনতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্রের হাত ধরে তারা ভয়াবহ অশান্তি ও দেশকে অচল করে দিতে নীলনক্সা তৈরি করছে তারা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের তালতলায় ৯ নং ওয়ার্ড বিএনপির সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন। এ ছাড়াও তিনি দুপুরে বালিগাঁও ৮ এবং বিকেলে গোলইভাঙ্গায় ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সম্মেলন সমুহের আগে পরে এসকল ওয়ার্ডে বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি জনসাধারণের সুবিধা- অসুবিধা সম্পর্কে অবহিত হন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির আগামী সরকারের কর্মসূচীর কোথা উল্লেখ করে আসন্ন...