নিজস্ব প্রতিবেদক: শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাসগুলো সরগরম হয়ে উঠেছে। এর মধ্যে প্রায় সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে ছোট-বড় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। এর মধ্যে ব্যতিক্রমী একটি প্যানেল হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের। তারা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে, যেখানে একজন সনাতন ধর্মাবলম্বী প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে একটি আলোচনা তৈরি হয়েছে। সংবাদদাতা সেই প্রার্থী সুজন চন্দ্রের সঙ্গে কথা বলেন। সুজন চন্দ্র বলেন, "ক্যাম্পাসে আসার পর আমি দেখলাম যে, কোন সংগঠন ছাত্রদের জন্য কি করতেছে। দিনশেষে একটা দেখলাম যে আসলে ছাত্রশিবির যে সংগঠনটা আছে এটা একটা ইউনিক, গোছানো এবং ছাত্রবান্ধব।" তিনি আরও বলেন, ধর্ম এবং রাজনীতি ভিন্ন বিষয়, ধর্মকে ধর্মের জায়গায় এবং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। তিনি চান না ধর্ম ও রাজনীতি একত্রে...