রাজিবের ভাই সবুজ বলেন, ‘আমার ভাই পেশায় অটোরিকশাচালক। সে নেশাগ্রস্ত ছিল। মায়ের কাছে টাকা চাইলে, মা না দিলে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।’ শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, তারা খবর পেয়ে বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজিবের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই মাসুম বলেন, ‘স্বজনের মুখে জানতে পারি, অটোরিকশাচালক নেশাগ্রস্ত ছিলেন। মায়ের কাছে নেশার...