‘সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার’, লিভারপুলের নতুন খেলোয়াড় আলেকসান্দার ইসাক সম্পর্কে দলটির কোচ আর্না স্লটের এমন দাবি মানতে পারছেন না পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ এই জায়গায় এগিয়ে রাখছেন তার দলের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে। অনেক টানাপোড়েনের পর এবারের গ্রীষ্মের দলবদলের একেবারে শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে টানে লিভারপুল। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা সাড়ে ১২ কোটি পাউন্ড খরচ করে গড়ে ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রোববার বার্নলির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। শুক্রবার সংবাদ সম্মেলনে ইংলিশ ক্লাবটিতে ইসাকের সম্ভাব্য অভিষেক নিয়ে আলোচনা করেন স্লট। তখনই ডাচ এই কোচ নতুন খেলোয়াড়ের উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে ‘বিশ্বের সেরা স্ট্রাইকার’ বলেন। স্লটের এই দাবির সঙ্গে একমত হতে পারছেন না গুয়ার্দিওলা। রোববার মাঠে নামবে সিটিও, মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের।...