ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল আলোচিত মণিপুর সফরের দিনই ‘ব্ল্যাক ডে’ (কালো দিন) পালনের ঘোষণা দিয়েছে কুকি শিক্ষার্থী সংগঠন সদর হিলস (কেএসওএসএইচ)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজ্যের কানগপোকপি জেলায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আদেশ অমান্য করলে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া হবে। ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও নাগা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত শত শত কুকি নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। অসংখ্য বাড়িঘর ও গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষয়ক্ষতির স্মৃতিতে প্রতিবছর কুকি সম্প্রদায় এ দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করছে। সম্প্রদায়ের নেতারা বলছেন, তাদের এখনো শোক অক্ষুণ্ণ, ক্ষত শুকায়নি। কেএসওএসএইচ জানিয়েছে, এদিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, মানুষ শোকানুষ্ঠান, প্রার্থনা, স্মৃতিচারণ ও সমাবেশে অংশ নেবে। সংগঠনটির...