জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য বরাবর পদত্যাগপত্রে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা উল্লেখ করেন, ‘সবিনয় নিবেদন এই যে, শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত, জাকসু নির্বাচন, ২০২৫ নির্বাচন কমিশনের আমি একজন সদস্য। এই কাজ চলাকালে আমি আকস্মিকভাবেই অসুস্থ হয়ে পড়ি, কমিশন কার্যালয়ে থেকেই এভার কেআর হাসপাতালে সরাসরি ভর্তি হই। তাই বিগত বেশ কিছুদিনের নির্বাচন কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, যেমন– ব্যালট পেপার, বাজেট চূড়ান্তকরণ ও অমর্ত্য রায়ের ভিপি পদ প্রার্থিতা বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত বিষয়ে আমি ওয়াকিবহাল না। এমনকি এ সংক্রান্ত কোনও প্রকার তথ্য আমাকে জানানো হয়নি এবং এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে অবহিত না করে...