বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া-আফগানিস্তান বানাতে চায়। কারণ পিআর কোন গণতান্ত্রিক পদ্ধতি নয়। এটি হচ্ছে একটি দেশকে ধ্বংস করার পদ্ধতি। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুলু বলেন, পিআর পদ্ধতি কোনমতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না। জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে। কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না। তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না, চায়ও না। বুলু আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না। জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায়...