ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন মিলেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয় দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ মাত্র ১০টি দেশ। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ধারাবাহিকতায় সাত পৃষ্ঠার ওই ঘোষণাপত্রটি উত্থাপিত হয়। সাধারণ পরিষদে অনুমোদিত ঘোষণায় সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্পষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সেইসঙ্গে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনেরও সুপারিশ করা হয়। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘোষণাপত্রকে একপেশে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে...