১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী -৪ এর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জামায়াতে ইসলামী একটি চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তি। তারা বারবার প্রমাণ করেছে, এ দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং প্রগতিশীল চেতনাকে তারা কখনোই মেনে নেয়নি। আজকে আবারও তারা নানা ছলচাতুরী, গোপন জোট ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে চায়। এদের কর্মকাণ্ড দেশের রাজনীতিতে শুধু অস্থিরতাই নয়, সহিংসতা ও চরমপন্থার বীজ বপন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মনোহরদীর চন্দনবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "১৯৭১ সালে এ জাতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আজও...