১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম কক্সবাজারের রামুতে বাকঁখালী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার হয়েছে। উপজেলার চাকমার কুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডেইঙ্গাপাড়াস্হ বাঁকখালী নদী থেকে লাশ টি উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় স্থানীয়রা বাঁকখালী নদীতে ভাসমান অবস্হায় লাশটি দেখতে পেয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের মাধ্যেমে রামু থানায় খবর দেয়। রামু থানার এস.আই কামালের নেতৃত্বে পুলিশ দুপুর ১টায় লাশ উদ্ধার করে। রামু থানার ওসি তদন্ত মো. ফরিদ জানান,আনুমানিক ৩৫/৪০ বছরের নারীর লাশটি উদ্ধার পুর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের প্রাথমিক সুরুতহালে জানা যায়, মেয়েটির গায়ের রঙ শ্যামলা, পরনে মেসকি ছিলো বলে ও জানান পুলিশ।এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত...