তুরস্কের এক কৌঁসুলি দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইস্তাম্বুলের বায়রামপাসা জেলার মেয়রসহ ৪৮ সন্দেহভাজনকে আটক করার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবের শনিবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অর্থ আত্মসাৎ, ঘুষ লেনদেন ও টেন্ডার জালিয়াতিসহ দুর্নীতির নানা অভিযোগে সন্দেহভাজনদের ধরতে ও নথি জব্দে পুলিশ শনিবার ভোরে ৭২টি স্থানে তল্লাশিও চালিয়েছে, বলেছে টিআরটি হাবের। বায়রামপাসা জেলার মেয়র হাসান মুতলু তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য। এক্সে দেওয়া পোস্টে তিনি তার বিরুদ্ধে তদন্তকে ‘ভিত্তিহীন অপপ্রচারের রাজনৈতিক অভিযান’ আখ্যা দিয়ে বলেছেন, তার লুকানোর কিছু নেই। সিএইচপি এবং সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোতে প্রায় এক বছর ধরে চলা ‘ক্র্যাকডাউনের’ মধ্যে মুতলুসহ অন্যদের আটকের এ আদেশ এল। দুর্নীতির নামে সরকারের অভিযানে দলটির কয়েকশ নেতাকর্মী গ্রেপ্তার ও কারাবন্দি হয়েছে। সোমবার এক মামলায়...