নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয়, যা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এই দেরির কারণ ব্যাখ্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম রাশেদুল আলম। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রক্টর রাশেদুল বলেন:“গত ৩৩ বছর ধরে জাকসু নির্বাচন না হওয়ায় অভিজ্ঞতার অভাব রয়েছে। ফলে ফলাফল প্রস্তুতিতে বেশি সময় লাগছে।” তিনি আরও বলেন—“প্রতিটি ব্যালট সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল তৈরি করা হচ্ছে যাতে কোনো বিভ্রান্তি বা ভুল না থাকে। এজন্য তথ্য বিশ্লেষণ করে মূল রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে, যা সময়সাপেক্ষ।” প্রক্টরের ভাষায়—“অভিজ্ঞতা কম, আবার কাজটি নিখুঁতভাবে করতে হচ্ছে। তাই...