সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজধানীর ইস্কাটন রোডের বাসা থেকে তাকে হেফাজতে নেয়। মেহেরপুরের পুলিশ সুপার থাকা অবস্থায় ২০১৪ সালের বন্দুকযুদ্ধের একটি ঘটনায় তাকে হেফাজতে নেওয়ার কথা বলছে পুলিশ। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধ তাকে হেফাজতে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। "আমি যতটুকু জানি, মেহেরপুরের এসপি থাকার সময়কার একটি ক্রসফায়ারের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।" গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের...