বাংলাদেশের এশিয়া কাপ জয়ের মিশন শুরু হয়ে গেছে আগেই। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ও পেয়েছে টাইগাররা। তাহলে শিরোনামে আসল লড়াইয়ের কথা বলা হলো কেন? এশিয়া কাপে কি আসল-নকল ম্যাচ আছে? কেউ কেউ এমন প্রশ্ন করতেই পারেন। কাগজে-কলমে না হলেও পরিসংখ্যান ও পয়েন্ট টেবিলের বাস্তবতায় সেটিই সত্য। গত ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হয়েছে। গেল তিন দিনে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান একটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র দল শ্রীলঙ্কা, যারা দল এখনো মাঠে নামেনি। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা। আজকের লড়াইয়ের প্রেক্ষাপট শেষ করে এবার ফিরে যাওয়া যাক বাংলাদেশের আসল এশিয়া কাপ প্রসঙ্গে। কাগজে-কলমে এশিয়া কাপের...