সেই দিনই তোলা হয়েছিল মেসির বিখ্যাত ছবিগুলো, যেখানে তাঁকে দেখা যায় সাতটি ব্যালন ডি’অর ট্রফির সঙ্গে। শুরুতে এটি ছিল “একটু পাগলামি” ভাবনা, বলছিলেন সেগুইন, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়। ২০২৩ সালে এসে অষ্টম ব্যালন ডি’অরও জিতেছেন মেসি। সেগুইনের প্রিয় ছবির একটি ছিল মেসির গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে ট্রফির দিকে তাকানো। তাঁর মতে, “মনে হচ্ছিল, মেসি ওই মুহূর্তে নিজের পুরো পথচলা আর সংগ্রাম ভেবে দেখছিল। খুবই আন্তরিক এক ছবি।” সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “আমি আমার জীবনে যা কিছু ঘটেছে, তাতে খুশি। তবে মাঝে মাঝে মনে হয়, সাধারণভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, কাউকে না চিনিয়ে।” নিজেকে ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন কি না, এমন প্রশ্নে মেসি উত্তর দেন, “আমি কখনও বলিনি যে আমি ইতিহাসের সেরা। সেটা প্রমাণ করারও চেষ্টা করিনি। ইতিহাসের সেরাদের...