রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাফসা খাঁন (১১) ও মো. রাইয়ান (১৪) নামে দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া হাফসা খান মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর ও রাইয়ান ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এখন পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিমান বিধ্বংসের ঘটনায় আজ শিক্ষার্থী হাফসা খান ও...