কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল করায় কয়েক শতাধিক গাড়ী বহর নিয়ে শোডাউন করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আব্দুল মতিন গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে গাড়ী বহর নিয়ে হোমনা উপজেলায় রওনা করেন। গাড়ী বহরের আগে শতাধিক মোটরসাইকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের দেখা গেলেও তিতাস ও হোমনা উপজেলা বিএনপির কোন নেতাকে শোডাউনে দেখা যায়নি। শোভাযাত্রাটি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনা সদরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। এদিকে শোডাউন নিয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম বলেন, গাড়ী এবং মোটরসাইকেল নিয়ে করা শোডাউনের সাথে তিতাস উপজেলা বিএনপির কোন সম্পৃক্ততা নেই। এপিএস মতিন সাহেবের...