পড়তে বসলেই দুষ্টুমি ও বিভিন্ন বায়না ধরে, এটা চায় ওটা চায়। মোটকথা পড়াশোনায় মনোযোগ দিতেই চাচ্ছে না।অপরদিকে বাবা-মাও ধমক বা বকাঝকা দিয়ে হলেও পড়াতে বসায়। কিন্তু তা বলে বকাঝকা করাটা সমস্যার সমাধান নয়। বরং বাবা-মায়ের উৎসাহেই শিশুর পড়াশোনায় আগ্রহ তৈরি হতে পারে। আবার তাদের কিছু ভুলই সন্তানের পড়াশোনায় অনাগ্রহী করে তুলতে পারে। * ছোটবেলা থেকেই পড়াশোনার বাড়তি চাপ, অভিভাবকদের প্রত্যাশা, মেজাজ হারিয়ে বকুনি দেওয়ার কারণে শিশু পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারে। পেরেন্টিং কনসালট্যান্টদের পরামর্শ, শিশুর ভুলের কড়া সমালোচনা না করে, কথার কৌশলেই তাকে পড়ায় উৎসাহিত করে তোলা যেতে পারে। * পড়াশোনার একটি রুটিন করে দেওয়া দরকার। পড়তে বসার আগে শরীরচর্চা খুব জরুরি। এ বিষয়ে গাফিলতি চলবে না। সন্তান সন্ধ্যা থেকে টিভি দেখে, এদিক-ওদিক ঘুরে বেশি রাতে পড়তে বসলে খুব স্বাভাবিক...