প্রসঙ্গত, লেখক আব্দুল্লাহ তামিমের জন্ম কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ব দিকের গ্রাম পাঠানকোটে। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন তিনি। পাশাপাশি ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল সম্পন্ন করেছেন।আব্দুল্লাহ তামিম কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। এরপর ২০১৫ দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন। বর্তমানে তিনি সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কর্মরত।এ ছাড়া মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকা মাদ্রাসায় উচ্চতর ইসলামি গবেষণা বিভাগের সিনিয়র শিক্ষক, বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের ১৬৫ দেশের বিগ মুসলিম কমিউনিটি ‘আলফাফা’-এর বাংলাদেশ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই আলেম সাংবাদিক। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার।গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫-এর ১০০ নম্বর স্টল থেকে।...