চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর বাবা গোলাম হোসনকে তিন কোটি টাকার খাসজমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। খবর নিয়ে জানা যায়, উপজেলা সদর লোহাগাড়া মৌজার বটতলী স্টেশনে বিএস ৭১৩ দাগের পাঁচ শতক খাসজমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্তীর জন্য আবেদন করেন গোলাম হোসেন। জেলা প্রশাসক কার্যালয় (রাজস্ব শাখা) চট্টগ্রাম এর স্মারক নং ০৫.৪২১৫০০.৩০২.১২.৪৪০.২৫-১৯৫৭ এর অনুকূলে তদন্ত দেন সহকারী কমিশনার (ভূমি) লোহাগাড়াকে। সহকারী কমিশনার (ভূমি) গেল ৭ সেপ্টেম্বর ওই খাসজমি বন্দোবস্তী দেওয়ার উপযোগী কিনা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আধুনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহজাহান আক্তারকে। তাড়াহুড়া করে মাত্র তিন দিনে অফিসে বসেই ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহজাহান আক্তার গোলাম হোসনকে ওই খাসজমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। অথচ,...