এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে দুই দলের দ্বৈরথটা বেশ উত্তেজনা ছড়িয়ে আসছে বিশ্ব ক্রিকেটে। দুদলের মুখোমুখি লড়াইয়ের উত্তাপটা উপভোগ করতে দর্শকরাও মুখিয়ে আছেন। সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে আজ লঙ্কানদের হারিয়ে কিছুটা এগিয়ে থাকতেই মাঠে নামবেন লিটনরা। জয়ের লক্ষ্যে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। আবুধাবিতে আজ বৃষ্টির কোন শঙ্কা নেই। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না। আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।...