আইনের দৃষ্টিতে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর ধারণাটি বিভিন্ন বিচারব্যবস্থায় ভিন্ন ভিন্ন। আমাদের দেশের প্রচলিত আইনে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। তবে কয়েকটি রায়ে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর বিষয়টি প্রাসঙ্গিক ভাবে উঠে এসেছে। ফৌজদারি আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, সাধারণত স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষী এমন সাক্ষীকে বোঝায় যিনি কোনো গুরুত্বপূর্ণ অপরাধ বা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যার সাক্ষ্য অত্যন্ত প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়। এ ধরনের সাক্ষী সাধারণত বিচারিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষত যখন তাদের কাছ থেকে পাওয়া তথ্য একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে উঠে। আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের জানানমানবতাবিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর স্টার উইটনেস...