পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার এখন সম্পদমূল্যর ১২ দশমিক ৭৯ গুণ বেশি দরে বেচাকেনা হচ্ছে। আবার সার্বিক মূল্য আয় অনুপাত হিসেবে এই কোম্পানিতে বিনিয়োগ সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় আছে। তবুও গত ১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৭ শতাংশের বেশি। শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে রেগুলেটরদের দৃষ্টি দিতে বলছেন শেয়ার ধারণ করা বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৫৩ টাকায়। যেখানে গত ১৭ আগস্ট কোম্পানিটির এই শেয়ারের দর ছিল ১১৯ টাকা ৯০ পয়সা। মাত্র ১৯ কার্যদিবসে এই শেয়ারের দর বেড়েছে ৩৩ টাকা ১০ পয়সা। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে এক হাজার ৫০০ কোটি ৬২ লাখ ২১ হাজার ১৮১...