আবারও নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার বিদেশ সফরের প্রসঙ্গে সিআরপিএফ সরাসরি অভিযোগ তুলেছে যে, রাহুল একাধিকবার নির্ধারিত প্রোটোকল মানেননি এবং ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়নি। সূত্রের খবর অনুযায়ী, এ বছর ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন ও মালয়েশিয়ার সফরে একই চিত্র দেখা গেছে। প্রত্যেকবারই কেন্দ্রের আধাসেনা নাকি রাহুলের আচরণে অসন্তুষ্ট হয়েছে। নিরাপত্তা শৃঙ্খলা ভঙ্গের এমন অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে এই প্রথম নয়। ২০২২ সালের ভারত জোড়ো যাত্রার সময়ও অভিযোগ উঠেছিল তিনি নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেদিক থেকে দেখলে রাহুল বারবার কেন্দ্রীয় বাহিনীর চোখে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে আরও বড় উদ্দেশ্য। কারণ সংসদে বা রাজনীতির ময়দানে রাহুল যে ভাবে বিজেপিকে আক্রমণ করছেন, তার প্রেক্ষিতে তাকে ঘিরে...