১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরই নবনিযুক্ত এটিইউ প্রধান সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও আধুনিক ও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দায়িত্ব গ্রহণের দিনেই দুটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নেন তিনি। দুপুরে ঢাকায় ফরাসি দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে এবং বিকালে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক হয়। ফরাসি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন, ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে। আলোচনায় উভয়পক্ষ সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদারে একমত হয়। অপরদিকে বৃহস্পতিবার বিকালে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন মিজ সাকিনা...