১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবেন এবং পেনশনের টাকাও গ্রহণ করবেন না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে তিনি এ হুশিয়ারি দেন। এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে। দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার। এর আগে, বৃহস্পতিবার রাত...