১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম ব্যাট হাতে টর্নেডো ইনিংস খেললেন ফিল সল্ট ও জস বাটলার। তাদের ছক্কা-চারের সুনামি আর রেকর্ডের জোয়ারে দক্ষিণ আফ্রিকাকে ভাসিয়ে সিরিজে সমতা আনল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০৪ রান তুলে ১৪৬ রানে জিতেছে ইংলিশরা। ৬০ বলে ১৫টি চার ও ৮ ছক্কায় রেকর্ড ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন সল্ট। ৩০ বলে ৮৩ রান করে আউট হন বাটলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনশ রানের তৃতীয় স্কোর এটি। তবে টেস্ট খেলুড়ে দুই দেশের লড়াইয়ে এটিই প্রথম। আগের সর্বোচ্চ ছিল বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৯৭। রেকর্ড ছোঁয়া ৩০ বাউন্ডারির সঙ্গে ইংলিশদের ইনিংসে ছক্কা ছিল ১৮টি। ৩৯ বলে সেঞ্চুরিতে পা রাখেন সল্ট, ইংল্যান্ডের হয়ে যা দ্রুততম। ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি ছাড়িয়ে যান...