রাত পোহালেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচের আগে সেই ম্যাচকে ঘিরে মন্তব্য করেছেন পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী। তিনি এই ম্যাচ আয়োজনের তীব্র বিরোধিতা করে ম্যাচ বন্ধের দাবি জানান।দ্বিবেদীর ছেলে পেহেলগাঁও হামলায় নিহত হওয়ার পর তিনি সরকারের কাছে দাবি তোলেন, শুধু কূটনৈতিকই নয় ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার উচিত ভারতের।ভারতীয় গণমাধ্যমকে দ্বিবেদী বলেন, ‘২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ যখন ভারত-পাকিস্তান ম্যাচের খবর শুনেছি, শুধু আমি নয় সমগ্র দেশ এর বিরোধিতা করছে। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। আমি এর বিরোধিতা করছি এবং জনমতের কথা মাথায় রেখে সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচ...