নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের যে গানের অনুষ্ঠান শুরু হয়েছে, সেটির দ্বিতীয় পর্বে থাকছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। গানের ভুবনে তিন দশকের বেশি সময় ধরে বিচরণ করছেন বাপ্পা, তিনি একজন গীতিকারও। প্রয়াত গায়ক সঞ্জীব চৌধুরীর সঙ্গে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ড দিয়ে সামনে আসেন বাপ্পা। অনুষ্ঠানে শুরুর দিনের স্মৃতি রোমন্থন করেছেন বাপ্পা। গানে গল্পে তিনি জানিয়েছেন, আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো ভাগ করে নেওয়া, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের নানারকম অভিজ্ঞতাসহ নানা কথা। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। একক গান ও ‘দলছুট’...