‘আকাশের হাতে আছে একরাশ নীল/বাতাসের আছে কিছু গন্ধ/রাত্রির গায়ে জ্বলে জোনাকি/তটিনীর বুকে মৃদু ছন্দ’। এই গানের দৃশ্যটিই বাস্তবতায় রূপ নিয়েছে লাল শাপলার হাওড় বিকিবিলে। মোহাম্মদ জাফর ইকবাল, সুনামগঞ্জ (হাওড়) থেকে ফিরে :‘আকাশের হাতে আছে একরাশ নীল/বাতাসের আছে কিছু গন্ধ/রাত্রির গায়ে জ্বলে জোনাকি/তটিনীর বুকে মৃদু ছন্দ’। এই গানের দৃশ্যটিই বাস্তবতায় রূপ নিয়েছে লাল শাপলার হাওড় বিকিবিলে। সকালে পূর্ব আকাশে সূর্যের রক্তিম আলোকছটাকেও হার মানায় বিকিবিলসহ আশপাশের রক্তিম লাল শাপলা। পানির ওপর ফুলে ফুলে সাজানো লালগালিচা বিছায়ে ডাকছে। এর সঙ্গে রয়েছে দেশীয় নানা প্রজাতির পাখির কিচিরমিচির সুর। প্রকৃতি তার রূপের সঙ্গে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝরনাধারা ছড়িয়ে দিয়ে আশপাশের পরিবেশ ও গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে মেঘালয় পাহাড় সংলগ্ন এই হাওড়ে। হাওড়ে বেড়ানোর কথা ভাবলেই সুনামগঞ্জের নামটি সবার ভাবনায় চলে আসে। বর্ষা কিংবা হেমন্ত...