শনিবার (১৩ সেপ্টেম্বর) যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি তুলেন। সকালে নগরীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভাটি হয়। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণের বরাত দিয়ে সভায় মোজাম্মেল জানান, দেশে গত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় ৮৬ হাজার ৬৯০ জন নিহত এবং ১৫ লাখ ৩ হাজার ২৫৭ জন আহত হয়েছে। যানজট নিয়ে বিশ্বব্যাংকের হিসাব উল্লেখ করে যাত্রী কল্যাণের মহাসচিব জানান, অসহনীয় যানজটে প্রতিদিন কেবল রাজধানীতে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি ৯৮ হাজার কোটি টাকা। জ্বালানি অপচয় প্রায় ১১ হাজার কোটি টাকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ যানজটে সময় ও আর্থিক ক্ষতি হিসাবে আসলেও শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত ক্ষতি কয়েকগুণ বেশি। দীর্ঘক্ষণ যানজটে পড়ে নাগরিকদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ও উদ্বেগ বাড়ছে। মোজাম্মেল বলেন, ‘এখন আমাদের...