শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। জানা গেছে, থানার আবাসিক ভবনে ওসি নূর আলমের বাসা থেকে চার লাখ টাকা চুরির ঘটনা ঘটে। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি থানার গাড়িচালক ওয়াসিমকে সন্দেহ করে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাসা তল্লাশি চালান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে ওসির বাসায় চার লাখ টাকার উৎস কী? ওয়াসিম বলেন,...