ঢাকা: নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি এবার নতুন ইতিহাস গড়লেন—তিনি হয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট, পাশাপাশি আগামী বছরের মার্চে নতুন জাতীয় নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলে, গণআন্দোলনের নেতৃত্ব দেয়া নেপালের জেনারেশন-জি (জেন-জি) সুশীলা কার্কির নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করে।সুশীলা কেন জেন-জির পছন্দ?২০১৬ সালে সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। মাত্র এক বছর সে দায়িত্বে থাকলেও তিনি ছিলেন সম্পূর্ণ আপোষহীন। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে আলাদা করে তুলে ধরেছিল।তৎকালীন সরকারের একাধিক কার্যক্রমের বিরোধিতা করায় তাকে অভিসংশনের মুখোমুখি করার চেষ্টা চালানো হয়।...