ঢাকা:গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. রেজাউল করিম অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)- এর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ফরাসি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মো. রেজাউল করিম প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাস দমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার (১৩ সেপ্টেম্বর) অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বিষয়টি গণমাধ্যমকে জানান। নবনিযুক্ত এটিইউ প্রধানের দায়িত্বভার গ্রহণের পর একইদিন এটিইউ সদর দপ্তরে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুপুরে পর্যন্ত একটি বৈঠক অনুষ্ঠিত...