এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জিতলেও ম্যাচের আগে বাংলাদেশের একটি শঙ্কা ছিল। সেটি হলো- ম্যাচের ভেন্যু আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে কখনো টি-টোয়েন্টি জেতেনি বাংলাদেশ। অন্যদিকে হংকং তিনটি জয় পেয়েছে, যদিও সেটি ছোট দলের বিপক্ষে। এই ভেন্যুতে ২০২১ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ ম্যাচ ও গা গরমের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। সব হিসাব মিলিয়ে অনেক পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগেও বারবার সেই তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানই সামনে চলে এসেছে। একইভাবে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেই আবুধাবির শেখ জায়েদ সেটডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ঘুরে ফিরে দুই মাস আগে বাংলাদেশের সিরিজ বিজয়ের প্রসঙ্গটাই সামনে চলে আসছে। ঠিক দুই মাস আগে (গেল জুলাইয়ে) শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল...