সৌদি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ২৭৮.০৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের। এই রপ্তানির মধ্যে রয়েছে তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, বেকারি পণ্য, জুস, পাট ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী।২০২৫ সালের সৌদিআরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে এবং বাংলাদেশি পন্যের রপ্তানিকে আরো গতিশীল করার লক্ষ্যে এককভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মেইল ইন বাংলাদেশ " নামে এক্সপো মেলা।সৌদিআরবের বাজারে বাংলাদেশি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী সৌদিআরবের জেদ্দাস্থ রেডিসন ব্লোতে প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য নিয়ে মেলা বসবে।মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ নামের মেলায় রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং জিসিসিআই মার্কেট বিশেষ করে সৌদি নেটওয়ার্কিং সহজতর করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করছে গ্লোবাল চেম্বার অব কমার্স...