জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীগগিরই রেজিস্ট্রার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সকল ক্লাস, পরীক্ষা এবং অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে, জরুরি সেবা যেমন চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা যথারীতি চালু থাকবে। আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) নিয়মিত ক্লাস চলবে, তবে চূড়ান্ত পরীক্ষাগুলো স্থগিত থাকবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায়...