এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্যে আরব আমিরাতে গেছে বাংলাদেশ। যে লক্ষ্যের শুরুটা হয়েছে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দুদলের দ্বৈরথটা মাঠ ছাড়িয়ে গ্যালারি কিংবা টিভির পর্দায় বসে খেলা দেখা দর্শকদের মাঝেও উত্তেজনা ছড়িয়েছে বেশ কয়েক বছর ধরে। লিটন-তাসকিনরাও এই ম্যাচে লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের দৌড়ে এগিয়ে থাকতেই মাঠে নামবে। আজ শনিবার (১৩ সেপ্টম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৫। দেশেরে বাইরে খেলা হওয়াতে বাংলাদেশের বেশিরভাগ দর্শককেই চোখ রাখতে হবে টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে। এশিয়া কপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে...