১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম গত মৌসুমে লড়তে হয়েছে চোটের সঙ্গে। নতুন মৌসুমের শুরুতেই আন্তেনিও রুডিগারকে নিয়ে দুঃসংবাদ দিল রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার। বৃহস্পতিবার অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান ৩২ বছর বয়সী সেন্টার ব্যাক। চোট কাটিয়ে ফিরতে তার প্রায় তিন মাস লেগে যাবে বলে খবর ছেড়েছে স্পেনের গণমাধ্যম। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’ লা লিগায় রিয়ালের তিন ম্যাচের একটিতে মাঠে দেখা গেছে রুডিগারের। শুক্রবার রাতে লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবি আলানসোর দল। ৭ বছর পর পর্দায় ফিরছে 'লাক্স সুপারস্টার' প্রতিযোগিতা টাঙ্গাইল জেলা...