শুষ্ক উত্তপ্ত মরুভূমি। প্রচণ্ড খরতাপ। সূর্য ওঠা মাত্রই ঝলসানো রোদ ছড়িয়ে পড়ে চারিদিকে। সহসাই উত্তপ্ত হয়ে ওঠে গোটা আরব ভূমি। প্রতিটি বালুকণায় যেন আগুনের ফুলকি চোখে পড়ে। সূর্য যত এগিয়ে চলে বেড়ে যায় তাপের মাত্রাও। শুষ্ক উত্তপ্ত মরুভূমি। প্রচণ্ড খরতাপ। সূর্য ওঠা মাত্রই ঝলসানো রোদ ছড়িয়ে পড়ে চারিদিকে। সহসাই উত্তপ্ত হয়ে ওঠে গোটা আরব ভূমি। প্রতিটি বালুকণায় যেন আগুনের ফুলকি চোখে পড়ে। সূর্য যত এগিয়ে চলে বেড়ে যায় তাপের মাত্রাও। তাপের প্রচণ্ডতায় মানুষ হয়ে পড়ে দিশেহারা। নীল আকাশেও যেন আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। ফলে তৃষ্ণার্ত হয় মানুষ। পানির তাড়নায় বুক ফেটে যায়। কিন্তু পানি পাবে কোথায়? সর্বত্রই যে পানির স্বল্পতা। তাই পানির জন্য সর্বত্র পড়ে যায় হৈ চৈ হাহাকার। পানির সঙ্কট মদিনায়ও প্রকট। মাত্র গুটিকতেক কুয়ো আছে মদিনায়। সারা শহরজুড়ে...