একসময় বর্ষা এলেই চট্টগ্রামের হাটহাজারীর খাল, বিল, পুকুর আর নদীগুলো যেন প্রাণ ফিরে পেত। ঘরে ঘরে দেশি মাছ ভাজার সুগন্ধ, হাটে-বাজারে মাছের পসরা আর জেলেদের মুখে হাসিÍএই ছিল চিরচেনা দৃশ্য। মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) :একসময় বর্ষা এলেই চট্টগ্রামের হাটহাজারীর খাল, বিল, পুকুর আর নদীগুলো যেন প্রাণ ফিরে পেত। ঘরে ঘরে দেশি মাছ ভাজার সুগন্ধ, হাটে-বাজারে মাছের পসরা আর জেলেদের মুখে হাসিÍএই ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু সেই সোনালি দিন এখন শুধুই স্মৃতি। বর্তমান বাস্তবতা হলো, ভরা বর্ষা মৌসুমেও হাটহাজারীতে দেশি মাছের তীব্র সংকট। বাজারে চোখ রাখলে এখন চোখে পড়ে শুধু চাষের তেলাপিয়া, পাঙ্গাস আর কার্প জাতীয় মাছ। অথচ একসময় এসবের জায়গা ছিল পুঁটি, শিং, মাগুর, কৈ, টেংরা, চেং, গজার, বেলে কিংবা টাকি মাছের দখলে। জেলে পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, আগের মতো...