ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয়েছে, আর ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই লেখা যখন লিখছি–তখনো ফলাফল ঘোষণা করা হয়নি। ফলাফল ঘোষণা নিয়ে নানান রকম উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। নির্বাচন চলাকালীন ছাত্রদল ভোট বর্জন করেছে। পরে আরো চারটা প্যানেল ভোট বর্জন করেছে। আরেকটি লক্ষ্যণীয় দিক হলো, জাকসুতে চারজন শিক্ষকও ভোট বর্জন করেছেন। একটা গণঅভ্যুথানের পর এই ছাত্র সংসদ নির্বাচনের তো আলাদা একটা তাৎপর্য আছেই। ডাকসু, জাকসুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনও এ মাসেই হবে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (চাকসু), এগুলোর মধ্য দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা পথও তৈরি হয়েছে। ডাকসু নির্বাচন খুবই প্রাণবন্ত ছিল, অংশগ্রহণমূলক এবং নির্বাচনি প্রচারণা ও নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে বলা...