গত পরশু আইপিএলের দল পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডলে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে একটি গ্রাফিকস কার্ডপোস্ট করেছিল; যেখানে ভারতের প্রতিপক্ষ হিসেবে কোনো দলের নাম বা পতাকা ছিল না। প্রতিপক্ষ পাকিস্তান দলের নামটা ঊহ্য রাখা হয়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস পাঞ্জাবের এমন কাজেরই জবাব দিয়েছে। তারা পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ভারতকে ঊহ্য রেখে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের কার্ড শেয়ার করেছে। করাচি কিংসের এই পোস্টে আছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। কার্ডে দেখা যাচ্ছে, তিনি চেয়ার–টেবিলে বসে দাবার চালে মগ্ন। কিন্তু তাঁর প্রতিপক্ষ হিসেবে কেউ নেই। সালমানের সামনের চেয়ারটি খালি। ক্যাপশনে লেখা হয়, ‘গেম টু ফর মেন ইন গ্রিন। লেটস গো।’ অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। চলো এগিয়ে যাই। পাঞ্জাব তাদের কার্ডে রেখেছিল ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুবমান গিলকে।...