১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর-বালাগঞ্জের ব্যবস্থাপনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশাল মুবারক র্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০ টায় স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ র্যালী বের করা হয়। র্যালিটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষি করে তাজপুর আহমদিয়া দাখিল মাদরাসায় এসে সমাপ্ত হয়। র্যালিতে বালাগঞ্জ-ওসমানীণগরের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি ও পেশার রাসুল প্রেমিকগণ অংশ গ্রহন করেন। এ সময় সকলের মূখে মূখে ‘বালাগাল উলাবিহি, ছালাম ছালাম নবী, ইয়া নবী সালামু আলাইকা’ ইত্যাদি নবীর প্রশংসাসূচক কবিতা উচ্চারনে মূখরিত হয়ে উঠে রাজপথ। র্যালীতেসবার হাতে হাতে কলিমা খচিত প্যাস্টুন শোভা পচ্ছিল। র্যালী শেষে এক আলোচনা সভা আহমদিয়া দাখিল মাদরাসায় অনুষ্টিত হয়।...