কোম্পানিটিকে নতুনভাবে গঠন করতে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে ‘নন-বন্ডিং’ চুক্তিতে পৌঁছেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। বৃহস্পতিবার মাইক্রোসফট ও ওপেনএআই বলেছে, ‘নন-বন্ডিং’ চুক্তিতে সই করেছে তারা। যার মাধ্যমে ওপেনএআই নিজেদেরকে একটি অলাভজনক কোম্পানি থেকে লাভজনক কোম্পানিতে রূপান্তর করতে পারবে। কোম্পানি দুটির এমন পদক্ষেপ চ্যাটজিপিটিকে ঘিরে চলা বিনিয়োগ-উন্মাদনায় সবচেয়ে আলোচিত পার্টনাশিপের এক নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। নিজেদের নতুন বাণিজ্যিক চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোম্পানি দুটি। তবে তারা বলেছে, চুক্তির শর্ত চূড়ান্ত করতে কাজ করছে তারা। বিষয়টি ওপেনএআই ও মাইক্রোসফটের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় সর্বশেষ অগ্রগতি। রয়টার্স লিখেছে, বর্তমানে সাধারণ পরিচালন কাঠামোর অধীনে বিনিয়োগ তুলতে এবং ভবিষ্যতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উন্নয়নের জন্য অর্থ সংগ্রহ করতে চাইছে ওপেনএআই। ২০১৯ সালে ওপেনএআইতে একশ কোটি...