শিশু হলো পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ফুল। এ ফুল যখন হাসে তখন সমাজজীবনে আনন্দ ছড়িয়ে পড়ে। অথচ অসংখ্য শিশু সহিংসতা, নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছেন। পরিবার থেকে শুরু করে স্কুল কিংবা কর্মক্ষেত্র কোথাও তারা নিরাপদ নন। শিশু হলো পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ফুল। এ ফুল যখন হাসে তখন সমাজজীবনে আনন্দ ছড়িয়ে পড়ে। অথচ অসংখ্য শিশু সহিংসতা, নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছেন। পরিবার থেকে শুরু করে স্কুল কিংবা কর্মক্ষেত্র কোথাও তারা নিরাপদ নন। প্রাসঙ্গিকক্রমে কবি সুকান্ত ভট্টাচার্য এর কথা মনে পড়ে গেল। তিনি ছাড়পত্র কবিতায় লিখেছেনÑ“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান/ জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে/ চলে যেতে হবে আমাদের/ চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের...