আকমল আর মালিহা। ওরা ভাই বোন। দু’জনেই খুব মিষ্টি আর ভীষণ দুষ্টু। ভীষণ কৌতূহলী মন তাদের । নতুন কিছু দেখলেই তার রহস্য জানতে মন চনমনে ওঠে দুজনের। আকমল আর মালিহা। ওরা ভাই বোন। দু’জনেই খুব মিষ্টি আর ভীষণ দুষ্টু। ভীষণ কৌতূহলী মন তাদের । নতুন কিছু দেখলেই তার রহস্য জানতে মন চনমনে ওঠে দুজনের। একদিন সকালে দুই ভাই বোন ঘুম থেকে উঠে দেখে, সূর্যটা এখনো জেগে উঠেনি। হয়তো আর কিছুক্ষণ পরেই হাসি হাসি মুখ করে হেসে উঠবে। শান্ত পৃথিবীটা। খোলা আকাশ যেন নীলের শহর! সাদা মেঘেপরিরা যেন মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে আকাশে। চারদিকে শিউলি ফুলের মৌ মৌ গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। আকমল হাসিখুশি মনে বলল, ‘মালিহা! তুই কিছু বুঝতে পারছিস? এখন কোন ঋতু?’ ‘এখন, শরৎ ঋতু এসে গেছে!’ বলল আকমল।...