ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফাতিমা তাসনিম জুমা। তিনি শিবিরের প্যানেল থেকে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট। জুমা শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হলেও নিজেকে ‘ইনকিলাব মঞ্চের’ কর্মী বলে মনে করেন। জুমা জানান, শুরুতে ছাত্রদলের রাজনীতি করার ইচ্ছা থাকলেও স্বৈরাচার খুনি হাসিনার পতনের পর তিনি ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হন। তবে কী কারণে তিনি শরিফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চকে বেছে নিলেন তার কারণও অবশ্য ব্যাখা করেছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে ওয়ালে ‘আমি ইনকিলাবের জুমা’ শিরোনামে একটি পোস্ট দেন ফাতিমা তাসনিম জুমা। তিনি লেখেন, সততা আর সাহসিকতা আমি বাই বর্ন আমার বাবার কাছ থেকে পেয়েছি। কিন্তু প্র্যাক্টিস করেছি...