যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন নেইমার। এমনই মনে করেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তার আগে অবশ্য জাতীয় দলে ফিরতে হবে তাকে। এজন্য শর্তও দিয়ে রাখলেন সেলেসাও ইতালিয়ান কোচ। বাঁ পায়ের চোটে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার। সবশেষ উইন্ডোয় তার ফেরার একটা সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে চোট তার পথ আগলে দাঁড়ায়। তবে নেইমার জানিয়েছিলেন, চোট নয়, অন্য কারণে তার জায়গা হয়নি। এ নিয়ে কম জলঘোলা হয়নি সে উইন্ডো শুরুর আগে। এর মধ্যে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি ৩৩ বর্ষী নেইমারের। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে বিশ্বকাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ...